ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বঙ্গমাতা সেতুতে নামাজ আদায় করেন-জসিম উদ্দিন

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২

বঙ্গমাতা সেতুতে নামাজ আদায় করেন-জসিম উদ্দিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন ঘোষণা করেন। এসময় সেতুটি পায়ে হেঁটে পারাপারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর সোমবার (৫ সেপ্টেম্বর) গভীর রাত ১২ টা ১ মিনিটে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রথম টোল দিয়ে এ সেতুটি পাড় হন। এর মাধ্যমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে শুরু হয় যান চলাচল। এরপর সেতুতে ঘটে আরেক ঘটনা। পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খানকে এসময় সেতুর মাঝখানে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়।


জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খানের এই নামাজ পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করলে মূহুর্তের মধ্যেই ছবি গুলো ভাইরাল হয়ে যায়। 

জানা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের গাড়ি বহরে ছিলেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান এসময় তিনি টোল দিয়ে তার কালো রঙের গাড়ি নিয়ে সেতুতে প্রবেশ করেন। এসময় সেতুর মাঝ বরাবর এসে জসিম উদ্দিন খান দুই রাকাত নফল নামাজ পরে শুকরিয়া আদায় করেন। জসিম উদ্দিন খানের সাথে থাকা লোকজন তাদের ব্যক্তিগত প্রোফাইল থেকে এ ছবিগুলো আপলোড দিলে মূহুর্তে তা ছড়িয়ে পড়ে।


এ বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিম  খানের সাথে থাকা লোকজন লেখেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পিরোজপুর কচা নদীর ওপর বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু উপহার দেয়ায় দুই রাকাত নফল নামাজ পরে শুকরিয়া আদায় করেন আওয়ামী লীগ নেতা পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন খান।

এ বিষয়ে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু পিরোজপুর বাসির জন্য আর একটি পদ্মা সেতু। খরস্রোতা কচা নদী পিরোজপুর বাসিকে বিচ্ছিন্ন করে রাখতো। পিরোজপুর বাসি চাওয়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে এই সেতুটি উপহার দিয়েছেন এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আমি রাতে এই সেতুর উপর দুই রাকআত শুকরানা নামাজ আদায় করেছি।