ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মধ্যনগরে আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাছের পোনা জব্দ

ধর্মপাশা প্রতিনিধি | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২

মধ্যনগরে আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাছের পোনা জব্দ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পিছগাং সোমেশ্বরী, বুড়িপত্তন ও ঘাসী গাং জলমহালে বাঁশের খুঁটি পুতে ও বেড়া দিয়ে মাছ চলাচলের পথ গতিরোধ করে জাল পেতে অবৈধভাবে মাছ শিকার করার দায়ে  ওই তিনটি জলমহাল থেকে আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৩০কেজি মাছের পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান  চালানো হয়।

এতে নেতৃত্ব দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান।  এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব,মধ্যনগর থানার এসআই রফিজুল মিয়া,স্থানীয় বাসিন্দা আলী আমজাদ প্রমুখ। জব্দকৃত মাছের পোনা তাৎক্ষনিকভাবে  জলমহালগুলোতে অবমুক্ত করা হয়েছে।