Can't found in the image content. বিদেশি পিস্তলসহ ইয়াবা কারবারি গ্রেফতার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিদেশি পিস্তলসহ ইয়াবা কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২

বিদেশি পিস্তলসহ ইয়াবা কারবারি গ্রেফতার
গাজীপুরের টঙ্গী হাজির মাজার বস্তিতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৩৪) নামে অস্ত্রসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার ভোররাতে হাজির মাজার বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার নুরুল ওই এলাকার হারুন মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার এসআই শুভ মন্ডল জানান, হাজির মাজার বস্তির বটতলা এলাকায় মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাত পৌনে চারটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যমতে বসত বাড়ির শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে বার্মা লিখা একটি রিভলবার উদ্ধার করা হয়।