Can't found in the image content. সম্পত্তির জন্য বাবাকে পেটালেন ছেলে, ভিডিও ভাইরাল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সম্পত্তির জন্য বাবাকে পেটালেন ছেলে, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২

সম্পত্তির জন্য বাবাকে পেটালেন ছেলে, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

কুমিল্লায় সম্পত্তির জন্য বাবাকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে সেই ছেলেকে আটক করেছে পুলিশ। 

আটক আব্দুল মান্নান (৩০) ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকার আব্দুল জলিলের ছেলে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেল রাজু নাহা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ব্রাহ্মণপাড়ার নাগাইশ এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল মান্নান সম্পত্তির জন্য তার বাবাকে মারধর করেন। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের। শনিবার সকালে অভিযান চালিয়ে মান্নানকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।