নির্মাণের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা প্রায় সাড়ে তিন বছর ধরে আটকে আছে সেন্সর বোর্ডে। বিষয়টি নিয়ে ক’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা হয়। এমনকি বিষয়টি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদও কথা বলেন।
এদিকে শনিবার (৩ সেপ্টেম্বর) শিল্প-সংস্কৃতি ও সাহিত্য সম্পর্কিত একটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। স্ট্যাটাসে এই নির্মাতা কবি কেন লেখে ও ফিল্মমেকার কেন ফিল্ম বানায় সেই প্রশ্ন তুলেছেন।
এদিন ফারুকী লিখেছেন, “একজন কবি কেন লেখে? ফিল্মমেকার কেন ফিল্ম বানায়? এর উত্তর নিশ্চয় অনেক। কিন্তু সবচেয়ে গভীর গোপন উত্তর বোধ হয় কবি লেখে বা ফিল্মমেকার ফিল্ম বানায় কারণ এতে তার হৃদয়ের গভীর ক্ষতের উপশম হয়।”
“এই ভদ্রলোক স’মিলের ব্যবসা করেন। তাকে দেখতে আকর্ষণীয় লাগাতে উনার কাছে প্রস্তাব নিয়ে যাই অভিনয়ের! উনি সোজা বাংলায় না বলে অন্য দিকে তাকিয়ে থাকেন। একটু পর আমার সহকারী পরিচালকের কাছে আমি এসেছি শুনে এগিয়ে আসেন আমার দিকে। মাস্কের জন্য না চেনাতে এক ধরনের লজ্জিত বোধ করলেন।”
তিনি আরও লিখেছেন, “তারপর গল্প শুরু করলেন সিনেমা, কবিতা এইসব নিয়ে। একটা পর্যায়ে উনার লেখা একটা কবিতা শোনালেন। মানিব্যাগের নিপুন ভাঁজ থেকে বের হওয়া কবিতা। উনি কেন লেখেন? উনি তো কোথাও ছাপেন না। তবে কেন এই গোপন তন্ত্র সাধনা? কারণ একটাই বোধ হয়- হৃদয়ের ক্ষত, আছে যার যত। সব সারে সৃজনমলমে!”