Can't found in the image content. বরিশালে ছাত্রীদের উত্ত্যক্ত করায় বখাটের ৬ মাসের কারাদন্ড | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বরিশালে ছাত্রীদের উত্ত্যক্ত করায় বখাটের ৬ মাসের কারাদন্ড

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২

বরিশালে ছাত্রীদের উত্ত্যক্ত করায় বখাটের ৬ মাসের কারাদন্ড
বরিশালের আগৈলঝাড়ায় স্কুলে যাওয়া-আসার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিকে বরিশাল কারাগারে তাকে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে তাকে কারাদন্ড প্রদান করা হয়।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন পাশ্ববর্তী গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক সোহাগ মৃধা। 

বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর ওই ছাত্রীরা নাগার সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তাদের উত্ত্যক্ত করেন সোহাগ।

এ ঘটনা এলাকাবাসী জানার পর ধাওয়া করে সোহাগ মৃধাকে আটক করে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। পরে স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, তিনি স্কুলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে চালক সোহাগকে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন।

এ সময় উপস্থিত ছিলেন মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, থানা পুলিশের উপপরিদর্শক আলী হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, ছাত্রী উক্তক্ত্যের ঘটনায় কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিকে শুক্রবার বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।