Can't found in the image content.
শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২
পিরোজপুরে ফেরির থেকে কচা নদীতে পড়ে গিয়ে আবদুল্লাহ বিন কাফী (৪২) নামের এক শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
আবদুল্লাহ বিন কাফী সাতক্ষীরার সহকারী রাজস্ব কর্মকর্তা। তাঁর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।
পুলিশ সূত্র জানায়, আবদুল্লাহ বিন কাফী সাতক্ষীরা থেকে প্রাইভেটকারে ভোলার যাচ্ছিলেন। রাত সাড়ে আটটায় বেকুটিয়া ফেরিতে গাড়ি রেখে চালক টয়লেট যান। আবদুল্লাহ বিন কাফী গাড়ি থেকে নেমে ফেরির পল্টুনে গিয়ে হাঁটাহাটি করার সময়ে নদীতে পড়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভেসের কর্মীরা উদ্ধার তৎপরাতা শুরু করেছেন। তবে পিরোজপুরে ডুবুরি না থাকায় বরিশাল থেকে ডুবুরি দল আসার জন্য খবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। বরিশাল থেকে ডুবুরি দল আসার জন্য খবর দেওয়া হয়েছে।