Can't found in the image content. বৈদ্যুতিক তার স্পর্শে অগ্নিদগ্ধ আলম: প্রয়োজন উন্নত চিকিৎসা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

বৈদ্যুতিক তার স্পর্শে অগ্নিদগ্ধ আলম: প্রয়োজন উন্নত চিকিৎসা

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২

বৈদ্যুতিক তার স্পর্শে অগ্নিদগ্ধ আলম: প্রয়োজন উন্নত চিকিৎসা
বৈদ্যুতিক তারের স্পর্শে অগ্নিদগ্ধ হয়ে মারাত্নক ভাবে আহত হওয়া আলমের উন্নত চিকিৎসার প্রয়োজন।



শনিবার (২৮ শে আগষ্ট) সকালে কর্মস্থলে কাজ করার সময় আলম বিদ্যুয়িত হয়ে আহত হয়।

জানাযায় আলম রাজমিস্তীর হেল্পারী কাজ করেন।ঐ দিন সামটা গ্রামের এরশাদ আলীর বাড়ির ছাদের কাজ করছিলো আলম,হটাৎ না দেখে পা বাড়ালে ছাদের উপর দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের ২২০০শ ভোল্টের তার আলমের মাথা স্পর্শ করলে তৎখনক আলমের কাঁধে ও মুখে আগুন ধরে যায় এবং ছিটকে পড়ে।তখন আলমের সহকর্মীরা তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে। নাভারণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে স্থানন্তরের পরামর্শ দেন।

আলম শার্শার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের ফজলুর রহমানের ছেলে।ছোট কালেই আলমের বাবা মায়ের ছাড়াছাড়ি হয়।এখন একমাত্র অভিভাবক বলতে আলমের অসহায় মা।দিন আনা দিন খাওয়া আলমের জুটছে না চিকিৎসা।হতাশায় দিন কাটাচ্ছে আলমের মা সরবানুর।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন ঘটনা শুনেছি,তবে সাহায্যে করার বিষয়ে কোন পদক্ষেপ যানাননি তিনি।

আলমের মা আলমকে বাচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।আলমের বিকাশ নং০১৯৫৫ -৭৭৬২৪৪।