Can't found in the image content. পঞ্চগড়ে ১০০ পিস ইয়াবা সহ ব্যবসায়ী আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

পঞ্চগড়ে ১০০ পিস ইয়াবা সহ ব্যবসায়ী আটক

জাবেদুর রহমান জাবেদ, তেতুলিয়া প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২

পঞ্চগড়ে ১০০ পিস ইয়াবা সহ ব্যবসায়ী আটক
পঞ্চগড় সদর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ইয়াবা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে । তার গরুর খামার থেকে ইয়াবা ট্যযাবলেট সহ তাকে আটক করা হয় । বেশ কয়েকটি মাদক মামলার আসামীও সে । 

গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় বুধবার রাতে হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন তার গরুর আড়তে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করতেছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি চৌকস টিম সেখানে সাড়াশি অভিযানের মাধ্যমে আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় । তার দেহ তল্লাশি করে পরিহিত শার্টের বুক পকেট থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে । পরে তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত । তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে । পুলিশ কয়েকবার তাকে মাদক আটক করেছে । অবৈধ মাদক সহ তাকে আটক করলেও আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসা করে । 

এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিয়া জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ইয়াবা সহ আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।