Can't found in the image content. ইন্দুরকানীতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইন্দুরকানীতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মো. আরিফুল ইসলাম ,ইন্দুরকানী প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২

ইন্দুরকানীতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পিরোজপুর ইন্দুরকানীতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে দোয়া ও আলোচনা সভার  আয়োজন করে বিএনপি ইন্দুরকানী  উপজেলা শাখা।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, যুগ্ন সম্পাদক এইচ এম ফরিদ আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক মোস্তান হাফিজ, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম শহিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ সাদিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক সায়মুন আহম্মেদ প্রমুখ। 

এসময় বক্তারা, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যার্থতাকে দায়ী করে বলেন, দ্রুত নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এছাড়া দলীয় নেতাকর্মীদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইন্দুরকানী উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ জুয়েল রানা।