ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বিচার ব্যবস্থা নিয়ে ফেসবুকে অশোভন মন্তব্য, পুলিশ কর্মকর্তাকে শোকজ

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২

বিচার ব্যবস্থা নিয়ে ফেসবুকে অশোভন মন্তব্য, পুলিশ কর্মকর্তাকে শোকজ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিচার ব্যবস্থা নিয়ে অশোভন মন্তব্য করায় বান্দরবানে পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান আদালত এই আদেশ দেন।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ বর্তমানে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় এসআই পদে কর্মরত রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তির স্ট্যাটাসে পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ আইডি থেকে বিচার ব্যবস্থা নিয়ে অশ্রাব্য, অশোভন ও অভদ্র মন্তব্য করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভদ্রোচিতভাবে এবং ঔদ্ধত্যপূর্ণ ভাবে আক্রমণ করেছেন। একজন পুলিশ কর্মকর্তা হিসাবে তিনি এটা করতে পারেন না।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান আদালত অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সশরীরের উপস্থিত হয়ে মন্তব্যের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাব রক্ষক সামির হোসেন।

তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ প্রতিবেদককে বলেন, আদালতের কারণ দর্শানোর বিষয়ে তিনি অবগত নয়। তবে তার ফেসবুক আইডি কদিন ধরে সমস্যা করছে। তিনি নিজের আইডিটি ঠিকমত ব্যবহার করতে পারছেন না। তিনি বিষয়টি অবগত করে থানায় জিডিও করেছেন।