ঢাকার সাভার থেকে মামুন মোল্লা রিপন (১২) নামের এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার চারদিন পর কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে এস এম গোলাম আজম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১২।
বুধবার (৩১ আগস্ট) সকালে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রাম থেকে ওই ছাত্রকে উদ্ধার করা হয়। এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
রিপন সাভারের দক্ষিণ পাড়া কাঠপট্রি এলাকার কুদ্দুস মোল্লার ছেলে। সে সাভার অধরচন্দ্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। গ্রেফতার গোলাম আজম কুষ্টিয়ার কুমারখালীর দেবনগর গ্রামের মৃত এস এম গোলাম সরোয়ারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সন্ধ্যায় সাভার পৌরসভা এলাকার দক্ষিণ কাঠপট্রি আলিয়া মাদরাসার সামনে থেকে মামুনকে অপহরণ করে আজম। পরে আজম মুঠোফোনে মামুনের বাবা কুদ্দুসের কাছ থেকে তিন লাখ টাকা দাবি করেন। পরে বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, অপহরণ করার পর তিন লাখ টাকা দাবি করে আজম। আজম ভুক্তভোগী পরিবারের পূর্ব পরিচিত। আসামি ও উদ্ধার রিপনকে কুষ্টিয়া থেকে সাভার নিয়ে যাওয়া হয়েছে।