কক্সবাজার কলেজের ছাত্রলীগ নেতা আশরাফ হোসেন হৃদয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কক্সবাজার থেকে ঢাকায় রেফার করা হয়েছে।
জানা যায় বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের জাম্বুরার মোড়ে সিএনজি ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল আরোহী আশরাফ হোসেন হৃদয় আহত হয়ে আশংকাজনক অবস্থায় ইমারজেন্সি কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় রেফার করে।
তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার বিমানবন্দর থেকে সাড়ে ৪টার দিকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
আশরাফ হোসেন হৃদয় কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক পদে রয়েছেন।
তিনি শহরের বাহারছড়া এলাকার দুলালের ছেলে বলে জানা গিয়েছে।