ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ১, ২০২৪ |

EN

পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের হামলা, আহত ২৫

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: বুধবার, আগস্ট ৩১, ২০২২

পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের হামলা, আহত ২৫
দেশব্যাপী লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় পুলিশ কৃর্তক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদে উপজেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগ যুবলীগের হামলার অভিযোগ উঠেছে। 

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলারে ইন্দেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় বিএনপির অঙ্গসংগঠন পিরোজপুর জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল ইসলাম সজল, জাসাস নেতা রিয়াজ মাহমুদ, ছাত্রদল নেতা পরাগ সরদার সহ প্রায় ২৫ নেতাকর্মী আহত হন। গুরুত্বর আহত অবস্থায় প্রায় ১৫ থেকে ২০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন বলেন, ট্রলার নিয়ে নদীপথে সভাস্থলে যাওয়ার সময় আমাদের উপর ইট পাটকেল ছুড়ে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ। এ সময় পিরোজপুর জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল ইসলাম সজল সহ আমাদের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মীকে আহত হয়েছে। গুরুতর ১৫ থেকে ২০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমাদের শান্তিপূর্ন কর্মসূচিতে এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।