সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা নামক হাওরে মাছ ধরতে গিয়ে খোকন মিয়া (৪০) ও জিলন মিয়া (৩৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
এ সময় একই নৌকায় থাকা নিহতদের বড় ভাই রোকন মিয়াসহ (৪২) আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।
গুরুতর আহত রোকন মিয়া (৪২) ও মতিন্দ্রকে (৫২) ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত খোকন মিয়া ও জিলন মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মনু মিয়ার ছেলে এবং আহত রোকন মিয়া হলেন তাদেরই বড় ভাই। আহত মতিন্দ্র একই গ্রামের পরোশংকরের ছেলে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই চার জেলে একটি ছোট নৌকাযোগে বাড়ির পাশের শালদিঘা নামক হাওরে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বেখইজোড়া গ্রামের খোকন মিয়া ও জিলন মিয়া , রোকন মিয়া ও মতিন্দ্র নামে ওই চার মিলে মঙ্গলবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের শালদিঘা নামক হাওরে একটি ছোট নৌকাযোগে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তারা চারজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকন মিয়া ও জিলন মিয়া নামে দুই ভাইকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রোকন মিয়া, মতিন্দ্রকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনে রয়েছেন।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বজ্রপাতে হতাহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।