Can't found in the image content. বঙ্গবন্ধুকে হত্যা করা ছিলো জঘন্যতম- আলহাজ্ব শেখ আফিল উদ্দীন এমপি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বঙ্গবন্ধুকে হত্যা করা ছিলো জঘন্যতম- আলহাজ্ব শেখ আফিল উদ্দীন এমপি

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২

বঙ্গবন্ধুকে হত্যা করা ছিলো জঘন্যতম- আলহাজ্ব শেখ আফিল উদ্দীন এমপি
যশোর ৮৫/১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন বলেছেন, যখন সদ্য স্বাধীন দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সেই সময় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়। জাতীর জনক জেগে স্বপ্ন দেখতেন, আর সেই স্বপ্ন দেখার ফলে তিনি আমাদের লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন। তাই পৃথিবীতে বঙ্গবন্ধুকে হত্যা করা ছিলো জঘন্যতম।

মঙ্গলবার বিকালে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস  গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আজ বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। বিশ্বের বুকে দেশ আজ মাথা উচুঁ করে দাড়িয়েছে। উন্নয়নের শিখরে আরোহন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।

উলাশী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আয়নাল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌল্লা সরদার অলক, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুসা মাহমুদ, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,যুগ্ন  আসাদুজ্জামান বাবলু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সোহারাব হোসেন, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাহেব আলী মেম্বার,শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াচ কবির বকুল, উলাশি ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম মিলন, উলাশি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও শাহাদাৎ বরনকারি পরিবারের সদস্যদের আত্বার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও খাবার বিতরন করা হয়।