Can't found in the image content. করোনা ও উপসর্গে ফরিদপুরে মৃত্যু-৪ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

করোনা ও উপসর্গে ফরিদপুরে মৃত্যু-৪

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১

করোনা ও উপসর্গে ফরিদপুরে মৃত্যু-৪

ফরিদপুরে গত দুই সপ্তাহে করোনাভাইরাসে মৃত্যুর হার শুন্য থাকলেও তা আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।

 

বুধবার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। তারা ফরিদপুর মেডিকেলে ভর্তি ছিলেন।

 

এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি না মানলে বাড়তে পারে শনাক্ত ও মৃত্যুর হার।

 

ওই হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী ভর্তি হয়েছেন সাতজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। এছাড়া আইসিইউতে আছেন ১৪ জন।