Can't found in the image content. গ্রেফতার হলেন অভিনয়শিল্পী কামাল আর খান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

গ্রেফতার হলেন অভিনয়শিল্পী কামাল আর খান

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২

গ্রেফতার হলেন অভিনয়শিল্পী কামাল আর খান

ছবি: সংগৃহীত

২ বছর আগের একটি বিতর্কিত টুইটের জন্য ‘বিগ বস’ প্রতিযোগী তথা অভিনয়শিল্পী কামাল আর খানকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

কামাল আর খানের পুরো নাম কামাল রশিদ খান। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি একাধারে একজন লেখক, প্রযোজক এবং অভিনয়শিল্পী। ২০০৯ সালে তিনি জনপ্রিয় টিভি শো বিগ বসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অভিনয়শিল্পীদের নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করায় মঙ্গলবার মুম্বাই বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। এরপর তাকে নিয়ে যাওয়া হবে বোরিভালি কোর্টে।

বলিউড ইন্ডাস্ট্রির দুই অভিনয়শিল্পী ঋষি কাপুর এবং ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে ২০২০ সালে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ নথিভুক্ত করা হয়।

অভিযোগ অনুযায়ী ২৯৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধান অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়। শুধু  ঋষি কাপুর এবং ইরফান খানই নয়, টুইটারে সালমান খান, শাহরুখ খান থেকে শুরু করে আনুশকা শর্মা, বিরাট কোহলিসহ অনেককে নিয়েই তিনি বিতর্কিত মন্তব্য করেছেন।

সূত্র: এনডিটিভি নিউজ