ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় সুপারি জব্দ

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২

সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় সুপারি জব্দ
নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়ন সীমান্তে চোরাচালানবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৮৮ লাখ ১২ হাজার ৮শ টাকার ভারতীয় সুপারি জব্দ করা হয়েছে।

নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া সোমবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে চোরাচালানবিরোধী টাস্কফোর্স রোববার রাতে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের কালাপানি ও কাঁঠালবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন ১৯ হাজার ৫৮৪ কেজি সুপারি জব্দ করে; যার আনুমানিক বাজার মূল্য ৮৮ লাখ ১২ হাজার ৮শ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া, সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম, লেংগুড়া কোম্পানি কমান্ডার সুবেদার মো. কামরুল ইসলাম, কলমাকান্দা থানার এসআই লাভলু হোসেনসহ বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা।