ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

চঞ্চলের চোখ অভিনয় শেখার প্রতিষ্ঠানে সংরক্ষণ করা উচিত: সৃজিত

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ২৯, ২০২২

চঞ্চলের চোখ অভিনয় শেখার প্রতিষ্ঠানে সংরক্ষণ করা উচিত: সৃজিত
পশ্চিমবঙ্গের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। প্রায় এক যুগ আগে যে 'অটোগ্রাফ' সিনেমা দিয়ে শুরু করেছিলেন, এরপর থেকে তার জয়যাত্রা এখনো চলছে। দেশে-বিদেশে বহুল জনপ্রিয় এই নির্মাতা এবার বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রশংসায় মেতেছেন। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেতার প্রতি নিজের মুগ্ধতার কথা।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'তে মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ 'কারাগার'। গত ১৭ আগস্ট মুক্তি পেয়েছে সিরিজের প্রথম পর্ব, যেখানে রহস্যময় এক কয়েদির চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসার ভাসছেন অভিনেতা। এবার সৃজিতও যোগ দিলেন তাদের সাথে।

রোববার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সৃজিত তার পোস্টে লেখেন, "ভবিষ্যৎ প্রজন্মকে অভিনয় শেখানোর জন্য চঞ্চল চৌধুরীর চোখ অভিনয় শেখার প্রতিষ্ঠানে সংরক্ষণ করা উচিত।" পোস্টে 'কারাগার' ও 'হইচইবাংলাদেশ' হ্যাশট্যাগে লেখেন তিনি।

এই পোস্টের কমেন্টে অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, 'এত বড় মূল্যায়ন! কৃতজ্ঞতা ও ভালোবাসা দাদা।'

সৈয়দ আহমেদ শাওকির পরিচালনায় নির্মিত 'কারাগার' সিরিজে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিন, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।