পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক মামলায় মা মোসা. খাদিজা বেগম (৫৪) ও ছেলে মো. আমিনুল মাতুব্বর (২৯) কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং বাবা মো. মোতালেব মাতুব্বর (৫৯) কে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে উভয়কে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম দুই জন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. মোতালেব মাতুব্বর, মোসা. খাদিজা বেগম ও মো. আমিনুল মাতুব্বর ভান্ডারিয়া উপজেলার উত্তর বোথলা গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে বাবা, মা ও ছেলে। আসামি মো. মোতালেব মাতুব্বর পলাতক আছেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২০১৮ সালের ০৯ আগস্ট পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারীবুনিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে মাদক ক্রয় বিক্রয়ের সময় মা মোসা. খাদিজা বেগম ও ছেলে মো. আমিনুল মাতুব্বরকে আটক করে। এসময় বাবা মো. মোতালেব মাতুব্বর দৌড়ে পালিয়ে যায়। আটকের পর তল্লাশি করে মোসা. খাদিজা বেগমের কাছ থেকে ৫৩ পিস এবং মো. আমিনুল মাতুব্বরের কাছ থেকে ৫১ পিস মোট ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি। পরে ওই দিন পুলিশের গোয়েন্দা শাখার উপ পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসাইন জসিম বাদী হয়ে স্থানীয় থানায় একটি মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেন। এ ঘটনায় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. জলিল হাওলাদার আদালতে অভিযোগপত্র জমা দেন।
তিনি আরও জানান, আদালতে ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২ জন আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ জনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিচারক উভয়কে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। এ মামলার ৩ নং আসামি মো. মোতালেব মাতুব্বর পলাতক আছেন।