ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ২৯, ২০২২

লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন জন।

রবিবার (২৮ আগস্ট) রাত ১০টায় উপজেলার মগনামা ইউনিয়নে এক চায়ের দোকানে এই ঘটনা ঘটে। আব্দুল মালেক ওই ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, লুডু খেলাকে কেন্দ্র করে আব্দুল মালেকের ছেলে পারভেজের সঙ্গে একই এলাকার নুরুল আমিনের ছেলে হেনার বাগবিতণ্ডা হয়। ডাক-চিৎকার শুনে এগিয়ে আসেন আব্দুল মালেক ও নুরুল আমিন। ছেলেদের বিরোধ মেটাতে এসে দুই জন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আব্দুল মালেককে ছুরিকাঘাত করেন হেনা ও তার বাবা। স্থানীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আবু শুয়েব সবুজ বলেন, ‘আব্দুল মালেকের ফুসফুসে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বুকেও কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আহত তিনজনের চিকিৎসা চলছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।