বরিশালের বাবুগঞ্জে শ্যামলী পরিবহনের বাসের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত ও আরও শিশুসহ তিন জন আহত হয়েছেন।
রোববার (২৮ আগস্ট) বিকেলে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টায় উপজেলার রহমতপুর সেতুর ঢালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- বাবুগঞ্জের মোহনকাঠী এলাকার ফজলুল (৫৫) ও একই গ্রামের পলি বেগম (৫০)। আহত ব্যক্তিরা হলেন, পলির মেয়ে রাফিয়া, ভ্যানচালক জয়নাল ও তাওহীদ। তারা একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাস রহমতপুর সেতুর ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানে ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পলি ও ফজলুল মারা যান। এ সময় ভ্যানের তিন যাত্রী আহত হয়েছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালককে আটক করে বাস জব্দ করা হয়েছে।