‘গেম অব থ্রোনস’দেখেননি এমন মানুষ কমই আছে। তুমুল জনপ্রিয় এ টিভি সিরিজের প্রশংসা রয়েছে সারা বিশ্বে। এবার মুক্তি পেয়েছে তারই প্রিক্যুয়েল ‘হাউজ অব দ্য ড্রাগন’। এর প্রথম পর্ব মুক্তি পেয়েছে গত রোববার (২১ আগস্ট)। আজ (২৮ আগস্ট) প্রচারিত হবে সিরিজটির দ্বিতীয় পর্ব।
এ সিরিজে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করেছেন ‘ডক্টর হু’ খ্যাত তারকা ম্যাট স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাচ্ছে প্যাডি কন্সিডাইনকে।
এইচবিও’র এক প্রতিবেদনে জানা যায়, নতুন সিরিজটি প্রিমিয়ারের ২৪ ঘণ্টায় ২০ মিলিয়ন দর্শক দেখেছেন। সিরিজটি মুক্তির পর থেকেই দর্শক বাড়তে থাকে। এরইমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে সিরিজটি।
জর্জ আরআর মার্টিনের লেখা উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। ‘গেম অব থ্রোনস’র পটভূমি ২০০ বছর আগের। রাজা ভিসারিস টার্গারিয়েন পরিবার কীভাবে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে- এ কাহিনি নিয়েই গল্পের শুরু।