Can't found in the image content. ১৩ বছর পর একসঙ্গে সোহম-পায়েল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

১৩ বছর পর একসঙ্গে সোহম-পায়েল

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ২৭, ২০২২

১৩ বছর পর একসঙ্গে সোহম-পায়েল
কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চট্টোপাধ্যায় ও অভিনেত্রী সরকার। দীর্ঘ ১৩ বছর পর আবার জুটি বাঁধতে চলছেন। শেষবারের মতো তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘প্রেম আমার’ সিনেমাতে। তবে এবার রাজা চন্দের ‘হার মানা হার’ নামের এক নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।

শুক্রবার (২৬ অগাস্ট) ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল কলকাতার এক পাঁচতারা হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতাসহ অন্যান্য কলাকুশলীরা। ছবিটি রূপালি পর্দায় মুক্তি পাবে আগামী ১৬ সেপ্টেম্বর।

এ নিয়ে সোহম বলেন, রাজাদা এই গল্পটা আমাকে অনেক আগেই বলেছিল। কিন্তু আমি আমার কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তবে শেষ পর্যন্ত আমরা এই ছবিটি করছি। এটি আমাদের জীবনের এবং সমাজের মূল্যবোধের গল্প।

এ সিনেমায় মুখ্য চরিত্রে আরও অভিনয় করবেন আয়োষী তালুকদার, শিশুশিল্পী সিলভিয়া দে ও সুদীপ্তা চট্টোপাধ্যায়। আয়োষীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছবি এটি, কারণ সোহমের বিপরীতে এতে অভিনয় করবেন তিনি।

আয়োষী রাজা চন্দের আরেকটি ছবি ‘আম্রপালি’-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ নিয়ে তিনি বলেন, ‘রাজাদা সেটে আমাদের অনেক সাহায্য করে। আমি এর আগে সোহামদা ও পায়েলদির সঙ্গে কাজ করেছি কিন্তু এই ছবিতে আমাকে সোহামদার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।’