Can't found in the image content. লালমনিরহাটে ইয়াবা ও নগদ অর্থসহ ভারতীয় নাগরিক আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪ |

EN

লালমনিরহাটে ইয়াবা ও নগদ অর্থসহ ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, আগস্ট ২৭, ২০২২

লালমনিরহাটে ইয়াবা ও নগদ অর্থসহ ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পুলিশের পৃথক অভিযানে ১৯০০ ( এক হাজার নয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩,২৯,১৯০ (তিন লক্ষ উনত্রিশ হাজার একশত নব্বই) টাকাসহ ০১ জন ভারতীয় নাগরিক গ্রেফতার।

পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকারী অফিসার এসআই মোঃ হারুনুর রশিদ এর নেতৃত্বে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের পকেট নামক গ্রামে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৪টি মাদক মামলার আসামীর এর বসত বাড়ীতে মাদক ক্রয় বিক্রয়ের সময় একজন ভারতীয় নাগরিককে শুক্রবার ২৬/০৮/২০২২ তারিখে বিকালে আটক করা হয়। আটকের পর উক্ত ভারতীয় নাগরিকের নিকট হতে এবং উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীর মালিকের ফেলে যাওয়া মোট ১৯০০ ( এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩,২৯,১৯০ (তিন লক্ষ উনত্রিশ হাজার একশত নব্বই) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম জানান মাদক উদ্ধার অভিযান পুলিশের বিশেষ টিম প্রতিদিন কাজ করছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি মামলা রুজু প্রক্রিয়াধীন।