ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য সুখবর রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, আগস্ট ২৭, ২০২২

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য সুখবর রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য সুখবর রয়েছে। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগ্রহে আশার আলো দেখছে বাংলাদেশ।

সিলেট সার্কিট হাউজে বন্যা পরবর্তী উন্নয়ন কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শুক্রবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, জাপানকেও বলেছি রোহিঙ্গাদের রি-স্যাটেল করার জন্য। যুক্তরাষ্ট্র এটি ইতিবাচকভাবে নিয়েছে। কতজন রোহিঙ্গাদের তারা নেবে সেটি এখনও আমাদের বলেনি।

এর আগে সিলেট সার্কিট হাউজে রাত ৯টায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেটে মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোনিশারুল আরিফ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেনসহ সিলেটের সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।