ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মদনে গণেশ হাওরে ডোবায় বিষ প্রয়োগের অভিযোগ

দেওয়ান রানা, মদন, নেত্রকোণা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ২৬, ২০২২

মদনে গণেশ হাওরে ডোবায় বিষ প্রয়োগের অভিযোগ
নেত্রকোনার মদন উপজেলায় জয়পাশা গ্রামের গণেশ হাওরে বাইদ নামক ডোবায় বিষ প্রয়োগের মাধ্যমে ছোট বড় দেশীয় মাছ নিধনের অভিযোগ পাওয়া যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, জয়পাশা আলীপুর মাদ্রাসা কমিটির পক্ষ থেকে বাইদ নামক খালটি ১৫ জনের মধ্যে ইজারা দেওয়া হয়। ইজারাদাররা গত বুধবার থেকে মাছ বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন বসিয়ে মাছ ধরার চেষ্টা করছে।

অভিযোগকারী লিটন মিয়ার জানান, আমার ডোবাটি খালের কাছে হওয়ায় ইজারাদাররা আমার ডোবা ইজারা নিতে চেয়েছিল। একই গ্রামের জুয়েল মিয়া(৫০) ও আজিদ মিয়া (৪২) কাছে ইজারা না দেওয়ায় তারা রাতে আঁধারে ডুবায় বিষ প্রয়োগ করে। এতে করে আমার ডুমা মাছ শুন্য হয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমি এর সঠিক বিচার চাই।

ইজাদারদের একজন জুয়েল মিয়া জানান, আমরা এই বিষ প্রয়োগের ব্যাপারে কিছু জানিনা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, এই বিষয়টি আমার আমি জেনেছি।সরজমিনে তদন্তের জন্য আমাদের লোক পাঠানো হবে।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, আমি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।