টানা ১৮ দিন ধরে চলছে চা-শ্রমিকদের আন্দোলন। এখনও পর্যন্ত দাবিতে অনড় হবিগঞ্জের বাগানগুলোর চা-শ্রমিকরা। দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে তারা টানা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন চাঙা করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছেন হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা।
শুক্রবার (২৬ আগস্ট) থেকে আন্দেলনে যুক্ত হয়েছে চা-শ্রমিক পরিবারের সন্তানরা।
দাড়াগাঁও বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, আন্দোলন চলমান আছে। আজ শুক্রবার থেকে আমাদের সঙ্গে সন্তানরাও আন্দোলনে যোগ দিয়েছে। দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন চা-শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্নদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েকদফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। ইতোমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শেষ পর্যন্ত শনিবারের বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন। পরবর্তীতে শ্রমিকরা এ মজুরি মানেন না জানিয়ে ফের আন্দোলনে নামেন। কয়েক দফা বৈঠকের পর শেষ পর্যন্ত সোমবার তাদের একাংশ কাজে যোগ দিলেও মঙ্গলবার ফের তারা আন্দোলন শুরু করেন।