Can't found in the image content. ৪ সেপ্টেম্বর উদ্বোধন হতে যাচ্ছে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, নভেম্বর ২৪, ২০২৪ |

EN

৪ সেপ্টেম্বর উদ্বোধন হতে যাচ্ছে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

৪ সেপ্টেম্বর উদ্বোধন হতে যাচ্ছে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ২ মাস ৯ দিন পর এবার উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিনাঞ্চলের মানুষের আরো একটি স্বপ্নের সেতু ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। আগামী ৪ সেপ্টেম্বর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুটি উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ সেতুটি পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সেতুটির শুভ উদ্বোধন করবেন। আর একই সময় সেতুটির পিরোজপুর প্রান্তে হাজার হাজার মানুষ উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানের আনন্দ উপভোগ করবে এবং সমস্ত এলাকায় আনন্দের জোয়ার বয়ে যাবে।

তিনি আরও জানান, বরিশাল- খুলনা আঞ্চলিক মহাসড়কের কঁচা নদীর উপর নির্মিত এ সেতুটির নাম করণ করা হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। এই সেতুটি উদ্বোধনের সাথে সাথে রাজধানী ঢাকা সহ সমগ্র বাংলাদেশের সাথে পদ্মার এপাড়ের ২১ জেলার সরাসরি সড়ক যোগাযোগে আর কোন বাধা থাকবে না।

মন্ত্রী বলেন, বঙ্গমাতা সেতুটি চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষের জীবনে এক ব্যাপক অর্থনৈতিক পরিবর্তন সূচিত হবে। ব্যবসা-বাণিজ্য, যাতায়াতসহ সকল ক্ষেত্রে অকল্পনীয় পরিবর্তন ঘটবে। এই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুটি চালুর সাথে সাথে বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত সাগর কন্যা কুয়াকাটা, গভীর সমুদ্র বন্দর পায়রা, পায়রা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, শেখ হাসিনা সেনানিবাস এর সাথে দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল, সমুদ্র বন্দর মংলা এবং বিভাগীয় শহর শিল্পনগরী খুলনার সরাসরি সড়ক যোগাযোগ এর দিগন্ত উন্মোচিত হবে।

এ সেতু পরিদর্শনের সময় পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান পিপিএম সেবাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, প্রকল্প পিডি মামুন মাহমুদ সুমন সহ সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।