Can't found in the image content. কোরিয়ান সিনেমায় বাঙালি তরুণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

কোরিয়ান সিনেমায় বাঙালি তরুণ

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

কোরিয়ান সিনেমায় বাঙালি তরুণ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো কোনও বাঙালি তরুণ অভিনয় করেছেন কোরিয়ান সিনেমায়! বন্ধুত্বের টানাপোড়নের এক গল্প নিয়ে ২০০৯ সালে কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল ‘বান্ধবী’। সিন দং ইল পরিচালিত এই সিনেমাটি আজ (২৫ আগস্ট) রাত ৮টা থেকে বাংলা ভাষায় দেখা যাবে চরকিতে।

‘বান্ধবী’ সিনেমায় করিম চরিত্রে দেখা যাবে মাহবুব লী নামের বাংলাদেশি সেই তরুণকে। কোরিয়ায় গিয়ে সেখানকার সিনেমার সাথে যুক্ত হয়ে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে চরকিকে তিনি বলেন, ‘বান্ধবী আমার অভিনীত প্রথম ফিচার ফিল্ম তাও কোরিয়ান ভাষায়। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে ভাষা শিখতে। কোরিয়ান ভাষার সাথে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করাটাও আমার জন্য নতুন। অনেক অনেক রিহার্সাল করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়।’

পরিবারের অশান্তি আর নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন-সু ঘটনাক্রমে বন্ধু হয়ে যায় বাংলাদেশী যুবক করিমের। যে কিনা দক্ষিণ কোরিয়াতে কাজ করতে গিয়েছে। নিজের বকেয়া বেতন আদায়ের জন্যে চেষ্টা করে যাচ্ছে। আর এই ভিনদেশে একা একা করিম কি পারবে মিন-সু-এর সাহায্য নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে?

পরিচালক সিন দং ইল চরকির দর্শকদের জন্য এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘বান্ধবী সিনেমাটি ২০০৯ সালে দক্ষিণ কোরিয়াতে নির্মিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত ও সমাদৃত হয়েছে। দীর্ঘদিন পরে হলেও সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মাঝে পরিবেশিত হওয়াতে আমি আনন্দিত। আশাকরি, বাংলাভাষী দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।’

এই সিনেমায় মাহবুব লী-এর সাথে জিন হি ব্যায়েক, হুক কিয়ুন পার্ক, লী ইল হু-সহ আরও অনেকে অভিনয় করেছেন।