ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মদনে ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দেওয়ান রানা, মদন, নেত্রকোণা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

মদনে ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
নেত্রকোণার মদন উপজেলায় ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আয়োজিত ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

২৪ শে আগষ্ট বুধবার সমাপনী দিনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পুরষ্কার বিতরন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো:হাবিবুর রহমান, এসময় উপস্থিত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: নুরুজ্জামান মেলায় অংশগ্রহণ কারীদের মাঝে রশি টান প্রতিযোগাতায় প্রথম পুরস্কার এলইডি টিভি সহ বিভিন্ন ক্যাটগরিতে ৩৫ টি পুরস্কার বিতরণ করেন। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন। 

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মদন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুুল আহাদ,  উপজেলা প্রাণী সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিত সাহা, উপজেলা মৎস কর্মকর্তা মো:কামরল ইসলাম সহ গণ মাধ্যম কর্মীগণ ও  অনুষ্ঠানের সার্বিক সহায়তায় উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।