Can't found in the image content. বরিশালে লঞ্চ শ্রমিকদের বিক্ষোভ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বরিশালে লঞ্চ শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, আগস্ট ২৪, ২০২২

বরিশালে লঞ্চ শ্রমিকদের বিক্ষোভ
নিয়োগপত্র, পরিচয়পত্র, বেতন সর্বনিম্ন ২০ হাজার টাকা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে ১০ লাখ টাকার ক্ষতিপূরণসহ ১০টি দাবি নিয়ে বরিশালে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।

বুধবার দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি শেখ আবুল হাসেম মাস্টার এতে সভাপতিত্ব করেন।

আবুল হাসেম মাস্টার বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে লঞ্চ মালিকরা ভাড়া বাড়িয়েছে। সে ক্ষেত্রে লঞ্চ শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। এজন্য বর্তমান বর্ধিত বাজার পরিস্থিতিতে তাদের টিকে থাকা দায় হয়ে পড়েছে। এছাড়াও তাদের দীর্ঘ বছরের দাবি চাকরির নিয়োগপত্র আর কল্যাণ তহবিলের। তাও মালিকরা মানছেন না।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, বজলুর রহমান, একিন আলি, কামরুল ইসলাম, হারুন অর রসিদ, মোসলেম সিকদার, তুষার সেন ও আসাদুজ্জামান প্রমুখ।

এর পূর্বে সংগঠনের নেতারা বরিশাল নদী বন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।