Can't found in the image content. বরিশালে ডায়াগনস্টিক সেন্টারের গেটে সন্তান প্রসব | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বরিশালে ডায়াগনস্টিক সেন্টারের গেটে সন্তান প্রসব

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ২২, ২০২২

বরিশালে ডায়াগনস্টিক সেন্টারের গেটে সন্তান প্রসব
বরিশাল নগরীর হাসপাতাল রোডে ‘লাইফলাইন’ নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের গেটে সন্তান প্রসব করেন প্রসূতি ময়না বেগম (২৯)। 

বর্তমানে হাসপাতাল রোডের সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তিনি সুস্থ থাকলেও কম ওজন ও অপরিণত বয়সে ভূমিষ্ঠ হওয়ায় নবজাতককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

এদিকে ডায়াগনস্টিক সেন্টারে সন্তান প্রসব করায় মা ও নবজাতকের আজীবনের জন্য সব ধরনের প্যাথলজি পরীক্ষা-নীরিক্ষা ফ্রি করার ঘোষণা দিয়েছে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

রোববার বিকেলে হাসপাতাল রোডের ওই ডায়াগনস্টিক সেন্টারে সন্তান প্রসব করেন ময়না বেগম। সেখানে তিনি স্বজনদের সঙ্গে আল্ট্রাসনোগ্রাম করার জন্য এসেছিলেন।

ময়না বেগম নগরীর ৪ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কলোনির বাসিন্দা নূরে আলমের স্ত্রী। এ দম্পতির আরও দুইটি কন্যা সন্তান রয়েছে। নূরে আলম পেশায় একজন রাজমিস্ত্রি।

নূরে আলম জানান, তার স্ত্রী ময়না বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। চিকিৎসকের দেওয়া তারিখ অনুযায়ী তার স্ত্রীর সন্তান প্রসবের সময় ছিল আগামী মাসে। কিন্তু কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ময়না। চিকিৎসার জন্য নগরীর আমানতগঞ্জ রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। 

রোববার বিকেলে প্রসব বেদনা শুরু হয়। হাসপাতাল থেকে অস্ত্রোপচারের কথা বলা হয়। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাম করিয়ে আনতে বলা হয়। এরপর তারা ব্যাটারিচালিত অটোরিকশাযোগে হাসপাতাল রোডের লাইফ লাইন নামে ওই ডায়াগনস্টিক সেন্টারে আসেন। সেখানে গেট দিয়ে ঢোকার মুহূর্তে ময়না অসুস্থ হয়ে বসে পড়েন।

এ সময় ডায়াগনস্টিক সেন্টারের স্টাফদের জানানো হয়। একপর্যায়ে প্রসব বেদনায় ছটফট করতে থাকলে স্টাফরা এগিয়ে আসেন। পরে ডায়াগনস্টিক সেন্টারের স্টাফরা জেনারেল হাসপাতাল থেকে নার্স ডেকে আনেন। কিছুক্ষণ পর নিরাপদে পুত্রসন্তান প্রসব করেন ময়না। এরপর ময়না ও নবজাতককে জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতাল রোডের লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রদীপ কুমার পাল বলেন, ময়না বেগম নামে এক নারী নিরাপদেই সন্তান প্রসব করেছেন। খবরটি জানতে পেরে তিনি গিয়ে ময়না বেগমকে শুভেচ্ছা জানান। পরবর্তী চিকিৎসার জন্য নগদ অর্থ উপহার দেন। পাশাপাশি ময়না বেগম ও ডায়াগনস্টিক সেন্টারে জন্ম নেওয়া শিশুর আজীবন বিভিন্ন রোগের ফ্রি পরীক্ষা-নীরিক্ষা করার বিষয়টি তার স্বজনদের জানিয়ে দেওয়া হয়েছে।

বরিশাল সদর সরকারি জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. রেহানা ফেরদৌস জানান, বর্তমানে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ময়না বেগম ভর্তি আছেন। তার অবস্থা ভালো। তবে নবজাতকের ওজন কম। ওজন ২ কেজি ১০০ গ্রাম। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪০০ গ্রাম কম। তাছাড়া নবজাতক মায়ের বুকের দুধ টানতে পারছিলো না। যে কারণে চিকিৎসার জন্য নবজাতককে বরিশাল মেডিকেলের শিশু ওয়ার্ডে পাঠানো হয়েছে।