Can't found in the image content. বরিশালে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বরিশালে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ২২, ২০২২

বরিশালে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে রূপান্তরে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর বটতলা চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পালন করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি পালনের কারণে বরিশাল শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। 

আন্দোলনরত শিক্ষার্থী রেজাউল করিম বলেন, গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক শিক্ষক সম্মেলনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের সময়সীমা কমিয়ে ৩ বছর করার কথা বলেন শিক্ষামন্ত্রী। 

আমরা অবিলম্বে শিক্ষা মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৪ বছরে বহাল রাখার দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বরিশাল কোতয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।