ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশালের বাকেরগঞ্জের কবিরকাঠির কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা ট্রলিচালক জহিরুল তালুকদার (২৫), তার সহযোগী একই এলাকার শাহজাহান হাওলাদারের বায়েজিদ (২৫) ও বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩)।
বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। কবিরকাঠির কাঠেরপোল এলাকায় পৌঁছলে বাসটি বিপরীতমুখী একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ট্রলিচালকের লাশ উদ্ধার করা হয়। আর আহত দুজন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বাকেরগঞ্জ থানার ওসি আলিউদ্দিন মিলন বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।