Can't found in the image content. সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ২২, ২০২২

সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে নবগ্রাম রোড এলাকায় এই ঘটনা ঘটে।

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং রুহের মাগফেরাত কামনায় এদিনে বিকেলে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের আয়োজন করে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। সভা চলাকালে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ বাধে। 

সন্ধ্যার পরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে সভাস্থল ত্যাগ করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর কিছু সময় পরই সংঘর্ষে জড়ায় ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের দুই গ্রুপ। পরে সেখানে দাঁড়ানো অন্যান্য কর্মীরা তাদের শান্ত করে। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল আরিম বলেন, এই বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।