ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

টাঙ্গাইলে ২১ শে গ্রেনেড হামালার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: রবিবার, আগস্ট ২১, ২০২২

টাঙ্গাইলে ২১ শে গ্রেনেড হামালার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত সরকারের পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দ্যেশে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে টাঙ্গাইল জেলা আওয়ামীলী ও মধুপুর সহ ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ। 

রবিবার(২১ আগস্ট২২)ইং বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ র‌্যালী করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে আলোচনাসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান সহ অন্যান্য নেতাকর্মীরা।

অপরদিকে, বিকেলে ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত সরকারের পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দ্যেশে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর ফারুক আহমাদ এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, হাফিজুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক ইকবাল হোসেন , পৌর আওয়ামীলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমূখ।

এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা অংশ নেয়।