Can't found in the image content. ভোটার হালনাগাতে হেল্পডেস্ক করেন কক্সবাজার পৌর ছাত্রলীগ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ভোটার হালনাগাতে হেল্পডেস্ক করেন কক্সবাজার পৌর ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, আগস্ট ২১, ২০২২

ভোটার হালনাগাতে হেল্পডেস্ক করেন কক্সবাজার পৌর ছাত্রলীগ
আর মাত্র দুই দিন বাকি ভোটারের হালনাগাতের সময়। এরই মধ্যে কক্সবাজার পৌরসভায় ভোটারদের ভীড় জমেছে। তাই ভোগান্তি কমাতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেনের নির্দেশে কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকের নেতৃত্বে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা ও ছাত্রলীগের হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

শনিবার সকাল থেকে এই সেবা চালু করে কক্সবাজার পৌর ছাত্রলীগ।

পৌর ছাত্রলীগের এমন কর্মকান্ডে ভোগান্তিতে থাকা মানুষ স্বস্তি পাচ্ছে বলে জানান ভোটার হতে আসা সাধারণ মানুষ।

গত তিনদিন সরকারি বন্ধের দিনেও কক্সবাজার পৌরসভার উদ্যোগে নাগরিক সেবা চালু রেখেছে মেয়র মুজিবুর রহমান। সাধারণ মানুষের পাশে থাকার জন্য ছাত্রলীগের এই উদ্দ্যেগকে ধন্যবাদও জানান মেয়র মুজিবুর রহমান।

এদিকে পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক বলছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে থাকে।মানবতার কল্যাণে সবার আগে এগিয়ে আসে।সেই ধারাবাহিকতায় পৌর ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকবে।