Can't found in the image content. ময়মনসিংহে কোটি টাকার মাদকসহ চারজন আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

ময়মনসিংহে কোটি টাকার মাদকসহ চারজন আটক

মোঃ রাসেল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি | আপডেট: শনিবার, আগস্ট ২০, ২০২২

ময়মনসিংহে কোটি টাকার মাদকসহ চারজন আটক
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক কোটি টাকা মূল্যের এক কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এসময় মাদক বিক্রির তিন হাজার আটশো টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়। শনিবার (২০ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাতে অভিযানকালে ময়মনসিংহের একটি হোটেল থেকে মাদক ব্যবসায়ি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মেহেদী হাসান ও নাসিরুলকে এবং শেরপুর থেকে দুই সহোদরা রুবিনা ও রুমাকে আটক করা হয়। মাদকগুলো চাপাইনবাবগঞ্জ থেকে শেরপুর পাচার করা হচ্ছিল। দুই সহোদরার নামে শেরপুরে একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর চন্দন গোপাল সুর ও কবিরুল হাসান উপস্থিত ছিলেন।