ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

বিরলে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, আগস্ট ২০, ২০২২

বিরলে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

ফাইল ছবি

দিনাজপুরের বিরলে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে রমজান আলী (৫২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বিরল-বোর্ডহাট সড়কের লোহাডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান বিষ্ণুপুর গ্রামের মৃতঃ হাফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়,  বালু বোঝাই ট্রাক্টরটি বিরলে আসার পথে বিপরীত থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জ্ঞান হারিয়ে ফেলে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। 

ঘাতক ট্রাকটিকে আটক করেছে এলাকাবাসী। 
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।