রাজশাহীতে দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাটাখালি থানার কাপাশিয়া এলাকার একটি চানাচুর ফ্যাক্টরি থেকে তাদের গ্রেফতার করা হয়।
দুজনের বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিক পরিচয় দিয়ে তারা ওই চানাচুর ফ্যাক্টরিতে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। স্থানীয়রা তাদের ধরে র্যা বে খবর দেন।
গ্রেফতারকৃত দুজন হলেন- রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম নামুপাড়া মহল্লার রনি আহম্মেদ (২৬) ও দিনাজপুরের কোতয়ালি থানার রামনগর গ্রামের বখতিয়ার শাহরিয়ার ওরফে নিলয় (১৯)।
বখতিয়ার রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় ভাড়া থাকেন। তাদের কাছ থেকে দৈনিক জনতার বাংলা লেখা একটি মাইক্রোফোন ও জিবিসি টিভি লেখা একটি মাইক্রোফোন জব্দ করা হয়েছে।
এছাড়া এই দুই ভুয়া সাংবাদিকের পরিচয়পত্রও জব্দ করেছে র্যাব।
কাপাশিয়া এলাকার রশিদ চানাচুর ফ্যাক্টরিতে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, রনি ও বখতিয়ার ভুয়া সাংবাদিক। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারের পর তাদের দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।