ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

মাটি চাপা পড়ে ৪ নারী শ্রমিকের মৃত্যু

লাল মাটি দিয়ে ঘর লেপন আর হলো না

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ১৯, ২০২২

লাল মাটি দিয়ে ঘর লেপন আর হলো না
লাল মাটি দিয়ে ঘর লেপন আর হলো না। এর আগেই মৃত্যুদুত এক ঝাপটায় তাদের জান কবজ করে নিয়ে গেছেন। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের উরিষ্যা টিলায়। টিলা ধসে একই পরিবারে দুই ঝাসহ মাটিচাপায় ৪ নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার উপজেলার কালিঘাট ইউনিয়নের ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের কুমেদ কন্দের বাসার সামনে উরিষ্যা টিলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই চা বাগানে জংলী ঠিলার বাসীন্দ্রা, চা শ্রমিক স্বপন ভূমিজের স্ত্রী হীরামনি ভূমিজ (৩০),রিপন ভূমিজের স্ত্রী পূর্ণিমা ভূমিজ (২৮), পঞ্চায়াত সভাপতি অরুন মহালী’র স্ত্রী রাধা মাহালি (৪০) এবং মিঠুন ভূমিজের রিনা ভূমিজ (২২)।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, নিহতের বসত ভিটার প্রায় শাতাধীক গজ দুরে উড়িষ্যা টিলায় দুর্ঘটনার খবর পেয়ে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কপপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারজন নারী চা শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমরা পরিক্ষা করে দেখেছি হাসপাতালে আসার আগেই তারা মারাযান।
এছাড়াও খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল গিয়ে অনুসন্ধান করেন যে, মাঠি চাপায় বা মাটির নিচে আর কোন মানুষজন আছে কিনা।

ঘটনায়র খবর পেয়ে দুপুরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে সংসদ সদস্য আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল স্বাস্থ্য কপপ্লেক্সে গিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি সরকারী ভাবে তাদের পরিবারকে আর্থিক সহার্য্য করার আশ^াস প্রদান করেন। এছাড়াও বাগান কর্তৃপক্ষেকে এ ধরণেন ঝুকিপূর্ণ টিলায় বিষয়ে নজর দেওয়ার আহবাণ জানান। যাতে এধরণে আরো কোন দূর্ঘনা না ঘড়তে পারে। উপস্থিত হয়েছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।

কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, চা শ্রমিকদের আন্দোলনে কাজ বন্ধ থাকায় ‘আজ সকালে ৪ নারী শ্রমিক ঘর লেপার মাটি সংগ্রহ করতে ওই আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সেসময় মাটিচাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালকদার। তবে জানাযায়, পরিবারের সদস্যরা নিহতদের ময়না তদন্ত ছাড়াই তাদের লাশ নিতে স্থানীয় এমপি ও প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন। এবং প্রশাসন আইনানুগ প্রক্রিয়া শেষে ময়না তদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তস্থার করা হবে বলে জানাগেছে।