Can't found in the image content. টাঙ্গাইলে চোলাই মদ সহ এক ব্যক্তি আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

টাঙ্গাইলে চোলাই মদ সহ এক ব্যক্তি আটক

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ১৯, ২০২২

টাঙ্গাইলে চোলাই মদ সহ এক ব্যক্তি আটক
টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় শুক্রবার(১৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ সহ সুরুজ রবিদাস নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃত সুরুজ রবিদাস(৫০) শহরের কান্দাপাড়ার(বেবীস্ট্যান্ড রোড)মৃত কার্তিক রবিদাসের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গোপনে সংবাদ পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদার রহমানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য শহরের কান্দাপাড়ায় অভিযান চালায়। অভিযানে দুই জারে ৫০ লিটার চোলাই মদ সহ সুরুজ রবিদাসকে আটক করা হয়। জব্দকৃত চোলাই মদের বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

র‌্যাব-১২ আরও জানায়, আটককৃত সুরুজ রবিদাসের নামে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।