Can't found in the image content. ধনবাড়ীতে জন্মাষ্টমী ও শোভাযাত্রা অনুষ্ঠিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

ধনবাড়ীতে জন্মাষ্টমী ও শোভাযাত্রা অনুষ্ঠিত

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ১৯, ২০২২

ধনবাড়ীতে জন্মাষ্টমী ও শোভাযাত্রা অনুষ্ঠিত
টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী, শোভাযাত্রা ও আলোচনাসভা করেছে হিন্দুধর্মালম্বীরা।

শুক্রবার (১৯আগস্ট২২)ইং সকালে ধনবাড়ীর শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা শ্রম থেকে একটি র‌্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক ও ধনবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

জন্মাষ্টমীর উদ্বোধন করেন ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল। র‌্যালী শেষে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক কমিটির আহবায়ক তাপস কুমার দেবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন-ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া, উপজেলা সেনেটারী পরিদর্শক আলপনা রানী বর্ধণ, মদন কুমার দাস, গোপাল চন্দ্র সাহা ও দিলিপ কুমার মদক সহ অন্যান্যরা। 

অনুষ্ঠানে পবিত্র গীতা পাঠ করেন যতিশ চন্দ্র কর্মকার ও সঞ্চালনা করেন প্রবীণ কুমার সরকার। উক্ত অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলার হিন্দু ধর্মের সকল লোকজন অংশ নেয়।