Can't found in the image content. ঝালকাঠিতে মসজিদে মুসল্লিকে লাঞ্চিত, এলাকায় উত্তেজনা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ঝালকাঠিতে মসজিদে মুসল্লিকে লাঞ্চিত, এলাকায় উত্তেজনা

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২

ঝালকাঠিতে মসজিদে মুসল্লিকে লাঞ্চিত, এলাকায় উত্তেজনা
ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি মসজিদ কমিটির সদস্যকে লাঞ্চিত করেছে ঐ মসজিদেরই সহসভাপতি। এমন ঘটনায় মুসল্লিদের উত্তেজনা ছড়িয়েছে মহল্লায়ও।

মুসল্লিরা জানায়, 'রাজাপুর বাজার এলাকার মদিনা জামে মসজিদে দু'দিন আগে ঘটনার সুত্রপাত হয়েছে। উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার বাসিন্দা মদিনা জামে মসজিদ কমিটির সদস্য ৭১ বছর বয়সী আব্দুল ওয়াহেদ নামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে ঘটনার সৃষ্টি হয়েছে।'

ঐ সময় উপস্থিত মুসল্লি আকরাম হাওলাদার, নিজাম ফরাজী, শাহাদাৎ হোসেন সহ আরো মুসল্লীরা বলেন, 'গত মঙ্গলবার ঐ মসজিদে দুইজন তাবলীগ জামাতের লোক আসেন এবং রাত্রিযাপন করেন। তাদের খেদমতে আব্দুল ওয়াহেদ ঐ রাতে মসজিদে থাকেন। ঐ মসজিদের সহ-সভাপতি মাহবুবুল আলম কবির বুধবার ফজরের নামাজের আগে মসজিদে এসে মসজিদে থাকার কারণে ওয়াহেদকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এক পর্যয়ে কবির ওয়াহেদের দাড়ি ধরে টেনে তাকে মসজিদ থেকে বের করে দেয়।'

এ ঘটনার পর অভিযুক্ত মাহবুবুল আলম কবির বলেন, 'আমি ওয়াহেদকে ফজরের সময় কয়েকটা প্রশ্ন করেছি সে আমার প্রশ্নের কোন উত্তর দেয়নি। তার সাথে আমার এর বেশি কিছুই হয়নি। আমি তার দাড়ি ধরে টেনে বের করিনি।'

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'বিষয়টি নিয়ে বুধবার মাগরীবের নামাজের পর দুজনকে নিয়ে মসজিদে বসেছি।অন্যান্য মুসল্লিদের উত্তেজনার কারণে বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। পরবর্তীতে আবার বসে ফয়সালা করার চেষ্টা করবো।

এদিকে বুহস্পতিবারেও ঐঘটনার রেশ কাটেনি। বরং মহল্লা জুড়ে এর উত্তেজনা বাড়ছে। দ্রুত সমাধান না হলে মুসল্লিদের মধ্যে সৃষ্ট উত্তাপ বড় ধরনের ঘটনায় মোড় নিতে পারে বলেও জানায় স্থানীয়রা।