ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

ফুলবাড়ীর লালপুর জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বুধবার, আগস্ট ১৭, ২০২২

ফুলবাড়ীর লালপুর জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লালপুর জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি সবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

অনুষ্ঠানে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু।

এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ,আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মি,জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।