Can't found in the image content. সিদ্ধার্থকে ভুলে নতুন সম্পর্কে শেহনাজ গিল! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

সিদ্ধার্থকে ভুলে নতুন সম্পর্কে শেহনাজ গিল!

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২

সিদ্ধার্থকে ভুলে নতুন সম্পর্কে শেহনাজ গিল!
ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিল। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩ তম আসরে প্রতিযোগী ছিলেন। এতে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার রসায়ন দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল। অনেকেই ধারণা করেছিলেন প্রেমের সম্পর্কে রয়েছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সালমানের ‘ভাইজান’ সিনেমার সেটে শেহনাজ ও রাঘব জুয়ালের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এছাড়া ভারতের হৃষিকেশে দু’জনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। তাদের মধ্যে ঘনিষ্ঠনতা দেখে অনেকেই ধারণা করছেন ডুবে ডুবে জল খাচ্ছেন তারা।

নাচের রিয়েলিটি শো দিয়ে কেরিয়ার শুরু করেন রাঘব জুয়াল। এরপর কোরিওগ্রাফার-অভিনেতা ও সঞ্চালক হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। সালমান খানের ‘ভাইজান’ সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে।

বিগ বসের ঘরে থাকতেই টিভি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজের ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর মুম্বাইয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। ভক্তরা এই জুটিকে ভালোবেসে ‘সিডনাজ’ বলে ডাকতেন। গত বছর মাত্র ৪০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান সিদ্ধার্থ শুক্লা। সেই সময় ভীষণ ভেঙে পড়লেও ধীরে ধীরে সেই শোক সামলে উঠেছেন শেহনাজ।