ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

চা পাতার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পরিবহন

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২

চা পাতার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পরিবহন
দিনাজপুরে চা পাতার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পরিবহনের সময় ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব।

দিনাজপুরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় জেলার কোতয়ালী থানাধীন সদর পৌরসভার স্টেশন রোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় প্লাস্টিকের বড় বস্তার ভিতরে চা (চায়ের প্যাকেট দিয়ে মোড়ানো) সাজিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা ১২কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ হাবিব নামে এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

আটককৃত হাবিব (৩৯) জেলার খানসামা উপজেলার হলদি পাড়া গ্রামের বাসিন্দা। এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজিজব্দ করে। 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীবেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।