Can't found in the image content. টাঙ্গাইলে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ১৫, ২০২২

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত
টাঙ্গাইল জেলা মধুপুর ও ধনবাড়ী সহ সকল উপজেলায় বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে । 

১৫ আগস্ট সোমবার সকালে মধুপুর উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া  মোনাজাত করা হয়। 

পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, মধুপুর থানা অফিসার্স ইনচার্জ মাজহারুল আমিনসহ অনেকে। 

বিকেলে মধুপুরের গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খিচুরী বিতরণ করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন,মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু। 

এসময় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সকল ইউপি সদস্যসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্র বাজারে মহিষমারা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মহি উদ্দিন মহির ও সকল ইউপি সদস্যদের আয়োজনে খিচুরী বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, ১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালি, ধনবাড়ী উপজেলা চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা প্রশাসন, ধনবাড়ী প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ স্কুল- কলেজ ও বিভিন্ন সংগঠন।

পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, খন্দকার জেব উন্নাহার, মালতী আলু বীজ হিমা গারের উপ পরিচালক গোলাম মনছুর, প্রেসক্লাব সম্পাদক অঅনছার আলীসহ অন্যান্যরা।

এসময় সরকারি কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযুদ্ধা,শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।